জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সংশোধিত -২০২৫ নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার( ১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি নীতিমালা জারি করে।
সংশোধিত এ নীতিমালাটি, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা (সংশোধিত-২০২৫) নামে অভিহিত হবে এবং প্রতি বছর জানুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ইভেন্টে প্রতিটি ক্ষেত্রে যোগ্য, মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষক এবং শিক্ষার্থীগণকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সংশোধিত নীতিমালাটি তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।