চুরি করতে দেখে ফেলায় হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় এক চোরের ছুরিকাঘাতে জনি দাশ (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে।
জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। নরধন দাসের ছেলে জনি শহরের দেওয়ানতসাম বাড়ির ডাকঘর এলাকার বাসিন্দা।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে জনিদের বাড়িতে এক চোর ঢোকে। জনি এসময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে চোরকে দেখতে পায়। এরপর সে চিৎকার শুরু করলে চোর ছুরি দিয়ে জনির শরীরে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে জনিকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় জনির বড় ভাই জীবন দাস জয়ও আহত হয়েছেন বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে। চোরকে শনাক্ত, আইনি পদক্ষেপসহ গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।