সবুজ ক্যাম্পাস গড়তে উদ্যোগ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে সমগ্র ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তার আইল্যান্ডে বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
রোববার (১৩ জুলাই) এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। শুধু কর্মসূচি নয়, আমাদের প্রতিনিয়তই পরিবেশের প্রতি দায়িত্ববান হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরী। বৃক্ষ পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সচেতনতার বহিঃপ্রকাশ।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতি ছিলেন। উদ্বোধন শেষে ক্যাম্পাসের প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা একদিকে পরিবেশ রক্ষায় সহায়তা করবে, অন্যদিকে ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, সিকৃবি ক্যাম্পাসে এবছর প্রায় ১ হাজার ৫০০ ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।