বিমানের টিকিটের মূল্যবৃদ্ধিতে সিন্ডিকেটের থাবা, যা বললেন উপদেষ্টা | বিবিধ নিউজ

বিমানের টিকিটের মূল্যবৃদ্ধিতে সিন্ডিকেটের থাবা, যা বললেন উপদেষ্টা

প্রবাসী উপদেষ্টা বলেন, তিনি ওমরা করতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি (উপদেষ্টা) এসেছেন ওমরা করতে।

#বিমানের টিকিট #আসিফ নজরুল

বিমানের টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্টু লোক সবসময় লেগে আছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, সরকার বিমানের টিকিটের দাম কমিয়েছিল। কিন্তু এরপর আবারও দাম বেড়ে গেছে।

বুধবার (২ জুলাই) মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিট ও এর দাম নিয়ে হতাশা প্রকাশ করেন আসিফ নজরুল।

প্রবাসী উপদেষ্টা বলেন, তিনি ওমরা করতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি (উপদেষ্টা) এসেছেন ওমরা করতে।

তিনি বলেন, বিমানের টিকিট তার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না। তবুও দেশে ফিরে তিনি বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানান। পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন, সর্বোচ্চ তিন দিন বুক রাখা যাবে টিকিট। এরমধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে। বুকিং দিতেই পাসপোর্টের কপি লাগবে। এমন নির্দেশনার পর দাম কমে যায়। পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কিছু মানুষ অযথা অপপ্রচার ছড়াচ্ছে। এক বছরে ৩০ থেকে ৪০ হাজার লোক নেবে মালয়েশিয়া। তবে, বিদেশে পাঠানোর নামে লোক না ঠকানোর আহ্বান জানান তিনি।

বিদেশে কিছু প্রবাসীর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা বলেন, বাহরাইনে একজন প্রতিষ্ঠানের মালিকের গলা কেটে ফেলেছে প্রবাসীরা। ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে দেশের বদনাম ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিমানের টিকিট #আসিফ নজরুল