চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী পাস করেছেন। ফেল করেছেন ৬ লাখ ৬৬০ পরীক্ষার্থী। চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী।
গতবার এই পাসের হার ছিলো ৮৩ দশমিক ০৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার ৯৭।
চলতি বছর ৩০ হাজার ৮৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী ৩ হাজার ৭১৪ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে -রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ।
চলতি বছরের দাখিল পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। দাখিলে ৬৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ২০৬ পরীক্ষার্থী। এবার দাখিলে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। গতবার এই পাসের হার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৭৮ জন পরীক্ষার্থী। এবার এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় পাসের হার কমেছে ও জিপিএ ৫ বেড়েছে।
ঢাকা বোর্ডে ৬৭ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার এ বোর্ডের মোট জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৩৭ হাজার ৬৮ শিক্ষার্থী। গতবার এই বোর্ডের পাসের হার ছিলো ৮৩ দশমিক ৯২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৪৯ হাজার ২৯০ পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
কুমিল্লা বোর্ডে ৬৩ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ১০০ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হারও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৪৩ জন। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমেছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।
দিনাজপুর বোর্ডে ৬৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। গতবার এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
বরিশাল বোর্ডে ৬৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ জন। গতবার এই পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
ময়মনসিংহ বোর্ডে ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৭৮ জন। গতবছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৯৭ শতাংশ। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১৩ হাজার ১৭৫ জন জন। ময়মনসিংহ বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
যশোর বোর্ডে ৭৩ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। গতবার এই পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬২ জন। যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
রাজশাহী বোর্ডে ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২২ হাজার ৩২৭ জন। গতবার এই পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
সিলেট বোর্ডে ৬৮ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন। গতবার এই পাসের হার ছিল ৭৩ দশমিক ০৪ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা।