পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাকায় পিস্ট হয়ে ছামিয়া আক্তার (৭) নামে এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামিয়া আক্তার চিরাপাড়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে এবং ৩১ নং চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
নিহত ছাত্রীর বাবা দুলাল মোল্লা জানান, ছামিয়াকে খুলনা থেকে ডাক্তার দেখিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে চৌরাস্তা থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনের বটতলা নামক স্থানে ইজিবাইক থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাড়া দেয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ছামিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার বলেন, ছামিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলের চালক মো. ইউসুফ, আরোহী মো. মুয়াজ, আশরাফুল নামের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।