বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শিগগিরই দেশের মাটিতে দেখা হবে। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে আজ এ কথা বলেন তারেক রহমান।
এসময় তিনি আরও বলেন স্বৈরাচার হটাতে শুধু বিএনপি একা নয়, বিভিন্ন রাজনৈতিক দল ও মানুষের অবদান রয়েছে। তিনি বলেন গণতন্ত্রের ভীত প্রতিষ্ঠিত করতে হলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রে মত পার্থক্য থাকবে উল্লেখ করে তিনি বলেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।
গণতন্ত্রের ভীত শক্ত করতে নির্বাচনের দিকে এগিয়ে যেতে অনেক বিষয়ে একমত না হলেও অনেক ছাড় দিচ্ছে বিএনপি বলেও জানান তিনি।
মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এসময় তিনি দলের নেতাকর্মীদের বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি করা হবে, দলের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্যে, পরিকল্পনা দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। দলের নেতাকর্মীদের জনগণের সাথে থাকার নির্দেশনা দিয়ে তিনি জানান জনগণকে কাছে রাখতে হবে।
বিএনপির নেতাকর্মীদের মূল দায়িত্ব সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দলের সুনাম ধরে রাখতে হবে, কাউকে প্রশ্রয় দেয়া হবে না। গণতন্ত্রের ভীত শক্তভাবে গড়তে কাজ করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।