শিক্ষক শুধু মানুষ গড়ার কারিগর নয়, গণতন্ত্র রক্ষারও কারিগর: সামসুজ্জোহা | বিবিধ নিউজ

শিক্ষক শুধু মানুষ গড়ার কারিগর নয়, গণতন্ত্র রক্ষারও কারিগর: সামসুজ্জোহা

শিক্ষক শুধু মানুষ গড়ার কারিগর নয়, গণতন্ত্র রক্ষারও কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।

#শিক্ষার্থী #প্রধান শিক্ষক #নির্বাচন

শিক্ষক শুধু মানুষ গড়ার কারিগর নয়, গণতন্ত্র রক্ষারও কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে সামসুজ্জোহা খান জোহা বলেন, আপনারা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি গড়ার কারিগর নয়, আপনারা গণতন্ত্র রক্ষার কারিগর। মানুষের যে পবিত্র আমানত ভোট, এই ভোট আপনারা গ্রহণ করেন। আপনাদের মাধ্যমে ভোট গ্রহণের পরেই সেখানে প্রকৃত মানুষ নির্বাচত হয়। আপনাদের দায়িত্ব অপরিসীম, আপনাদের কাছে অনুরোধ আপনারা সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। বিগত দিনে রাজনৈতিক চাপে আপনারা নৈতিকতা বিসর্জন দিতে বাধ্য হয়েছেন। দোয়া করবো ভবিষ্যতে যেন এ ধরনের চাপ না আসে।

পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির আয়োজনে কমিটির আহ্বায়ক ও চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে খিরশিন এসকে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলমকে সভাপতি এবং আকবরপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

#শিক্ষার্থী #প্রধান শিক্ষক #নির্বাচন