ওয়াল্ডস ইউনিভার্সিটি উইথ রিয়েল ইম্প্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশে সেরা ইউল্যাব | ইউনিভার্সিটি নিউজ

ওয়াল্ডস ইউনিভার্সিটি উইথ রিয়েল ইম্প্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশে সেরা ইউল্যাব

রিয়েল ইম্প্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে এগিয়ে প্রথম হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

#ইউনিভার্সিটি #ইউল্যাব #ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ #ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং

ওয়াল্ডস ইউনিভার্সিটি উইথ রিয়েল ইম্প্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে এগিয়ে প্রথম হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফিলিপাইনের ডুমাগুয়েট সিটিতে অনুষ্ঠিত হানসিয়াটিক লীগ অব ইউনিভার্সিটিস এর বার্ষিক সম্মেলনে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। তালিকায় ৮৭টি দেশের ১ হাজার ২৫৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান জায়গা পেয়েছে। ইউল্যাবই একমাত্র প্রতিষ্ঠান যা গ্লোবাল টপ ৪০০ এ শীর্ষ ৬০ এ জায়গা করে নিয়েছে । এবছর ইউল্যাবের অবস্থান ৫৪তম।

ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগে ইউল্যাবের অবস্থান ১১তম, ইথিকস এন্ড ইন্টিগ্রিটিতে ১২তম এবং কালচার ও ভ্যালুস বিভাগে ১৪তম।

এর আগের বছরগুলোতে ইউল্যাবের অবস্থান ছিল যথাক্রমে ২০২১ খ্রিষ্টাব্দে ১০০তম, ২০২২ খ্রিষ্টাব্দে ৯৬তম, ২০২৩ খ্রিষ্টাব্দে ৭৫তম এবং ২০২৪ খ্রিষ্টাব্দে ৬৯তম।

এই স্বীকৃতি ইউল্যাবের উদ্ভাবনী চর্চা, মূল্যবোধ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় ধারাবাহিক উন্নতির প্রমাণ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইউনিভার্সিটি #ইউল্যাব #ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ #ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং