এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখতে চলেছে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফঈদা-ঋতুপর্ণারা।
তার মধ্য দিয়ে লেখা হয়েছে দেশের নারী ফুটবলের নতুন ইতিহাস। তবে অবাক করা বিষয় হলো, এই ঐতিহাসিক অর্জনের পরও এখনো দল উদযাপন করেনি! কারণ বাছাইয়ে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। গুরুত্বহীন হলেও মেয়েরা নিচ্ছে গুরুত্ব সহকারেই।
আগামীকাল মিয়ানমারে বাছাই পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ যেখানে প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আর এই ম্যাচে ভালো ফল তুলে নিয়েই আফঈদারা করবেন চূড়ান্ত উদযাপন। মিয়ানমারের বিপক্ষে ম্যাচের পর গতকাল অনুশীলন করেননি মেয়েরা। হালকা স্ট্রেচিং, সুইমিংপুলে সময় কাটিয়েছেন রিকভারির জন্য।
বাফুফের ভিডিও বার্তায় দলের ডিফেন্ডার শিউলি বলেছেন, 'আমরা যখন আমাদের গ্রুপ দেখেছি, তখন আমাদের একটাই লক্ষ্য ছিল-এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করা। যদি মন থেকে চাই এবং আমাদের সেরা ফুটবলটা খেলতে পারি, তাহলে সেটা সম্ভব। আমাদের এখনো একটি ম্যাচ বাকি আছে। আমরা এখনো সেভাবে উদযাপন করিনি, সেটা ধরে রেখেছি। শেষ ম্যাচের পর ঠিকমতো উদযাপন করবো।'
তবে টিম ম্যানেজার মাহবুবুর রহমান লিটু জানালেন, দুর্দান্ত প্রাপ্তির আনন্দে খোশ মেজাজেই আছে মেয়েরা। তিনি বলেন 'মেয়েরা খুব ভালো মুডে আছে। কাল আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা গিয়েছে, তাই আজ (বৃহস্পতিবার) রিকভারি সেশন করেছি।
স্ট্রেচিংয়ের পর মেয়েরা সাঁতার কেটেছে। আমরা ইতিহাস গড়েছি, এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল। এখনো একটি ম্যাচ বাকি আছে, আমরা সেটা গুরুত্ব সহকারে নিচ্ছি। আশা করছি আমরা সেই ম্যাচটাও জিতবো এবং আমাদের মেয়েরা সামনের দিনগুলোতে আরও ভালো করবে।'
দলের তারকা মিডফিল্ডার মনিকা চাকমা বলেন, 'প্রথমবারের মতো কোয়ালিফাই করে (এএফসি নারী এশিয়ান কাপ) খুবই ভালো লাগছে, সবাই আনন্দে আছে। এই টুর্নামেন্টে সবারই একটা প্রত্যাশা ছিল যে সুযোগটা কাজে লাগানোর, তো আমরা সেটাতেই সফল হয়েছি।'
সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, 'নতুন এক ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, এখনো আমাদের একটা খেলা বাকি রয়েছে। আশা করছি ঐ খেলাতেও ভালো একটা ফলাফল করবো আমরা। ঐটা হলেই আমরা আরেকটা স্বপ্নের সিঁড়িতে পা রাখতে।'