জবিতে ফিলিস্তিনের জন্য শোকের ভাষায় গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম শোক বই | বিশ্ববিদ্যালয় নিউজ

জবিতে ফিলিস্তিনের জন্য শোকের ভাষায় গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম শোক বই

বিশ্ববিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণের পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি—৩,২০০টি বার্তা জমা পড়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৯০০, হাবিপ্রবি থেকে ১,০০০, ডুয়েট থেকে ৪০০ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৩২০ জন শোক বার্তা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ আরও বহু শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ব্যাপক সাড়া মিলেছে।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #ফিলিস্তিন #বই

ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মানবিক সংগঠন ‘মোরাল প্যারেন্টিং পরিবার। তারা নির্মাণ করছে “বিশ্বের সবচেয়ে বড় শোক বই”, যেখানে থাকবে হাজারো মানুষের হাতে লেখা শোক, প্রতিবাদ ও সংহতির বার্তা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ হাজারের বেশি মানুষ এই বইয়ের জন্য হাতে লেখা বার্তা জমা দিয়েছেন। গত ২৫ জুন থেকে দেশের নানা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বুথের মাধ্যমে এই বার্তা সংগ্রহ শুরু হয়। আগামী ১০ দিন এই কার্যক্রম ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানে চলবে।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণের পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি—৩,২০০টি বার্তা জমা পড়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৯০০, হাবিপ্রবি থেকে ১,০০০, ডুয়েট থেকে ৪০০ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৩২০ জন শোক বার্তা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ আরও বহু শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ব্যাপক সাড়া মিলেছে।

অংশগ্রহণকারীরা নিজেদের নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ হাতে লেখা বার্তা জমা দিচ্ছেন। শোক বইটিতে পরবর্তীতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকারকর্মীদের মন্তব্যও যুক্ত করা হবে। প্রস্তুতকৃত বইটি ঢাকার একটি জাতীয় পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে—একটি মানবতার দলিল হিসেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফজলে রাব্বি বলেন, “এই শোক বই আমাদের বিবেকের ভাষা। কলম দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আমরা বিশ্বকে মানবতার বার্তা দিতে চাই।”

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জগন্নাথ বিশ্ববিদ্যালয় #ফিলিস্তিন #বই