গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন (ইসি) আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। কমিশন এখন পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালেয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নিরপেক্ষ নির্বাচনের বেলায় সরকার অনেক আন্তরিক, সময় আসলেই কমিশন থেকে দিনক্ষণ জানতে পারবেন নির্বাচনের বিষয়ে। ধৈর্য হারালে হবে না। জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।
সরকারও নিরপেক্ষ কমিশনও নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কিনা। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি।ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে লক্ষ্য করে কমিশন এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিইসি।