বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা | জাতীয় নিউজ

বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়া থেকে যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল।’

#স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। সবার সহায়তায় এটি নির্মূল করা হয়েছে। আজ রোববার ঢাকার বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে মালয়েশিয়ান সরকার জানায়, সম্প্রতি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একটি চরমপন্থী উগ্রবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়া থেকে যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল।’

মালয়েশিয়া ফেরতদের ইমিগ্রেশন পুলিশে না দিয়ে কেন এন্টি টেররিজম ইউনিটে দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ তাদেরকে রিসিভ করে এটিইউয়ের কাছে হস্তান্তর করে, এতে অসুবিধার কিছু নেই।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। আপনাদের সহায়তা নিয়ে তা নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। এই ১০ মাসে কোনো তথ্য আসেনি জঙ্গিবাদের। আগে ছিল, আপনারা তথ্য দিতে পারছেন। এখন নাই, তাই আপনারা দেন না।’

এ নিয়ে গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্বরাষ্ট্র উপদেষ্টা