এসএসসিতে মেয়েরা এবারও এগিয়ে | পরীক্ষা নিউজ

এসএসসিতে মেয়েরা এবারও এগিয়ে

এবারের এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৬০ হাজার ৮১৬ জন ও ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৩৬৫ জন।

#এসএসসি ও সমমান পরীক্ষা #এসএসসি ভোকেশনাল #ফলাফল #ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এগিয়ে আছেন ছাত্রীরা। চলতি বছর উত্তীর্ণ ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থীরা মধ্যে ছাত্রী ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ ও ছাত্র ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন।

এবারের এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৬০ হাজার ৮১৬ জন ও ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৩৬৫ জন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১১ জুলাই

এসএসসি ও সমমান পরীক্ষার ফল দেখবেন যেভাবে

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ। চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। তাদের মধ্যে ছেলে ৬৫ হাজার ৪১৬ জন ও মেয়ে ৭৩ হাজার ৬১৬ জন। সার্বিকভাবে ফলে এগিয়ে আছেন ছাত্রীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি ও সমমান পরীক্ষা #এসএসসি ভোকেশনাল #ফলাফল #ফল প্রকাশ