চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ ডাক্তারের সনদ বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
তাদের মধ্যে একজনকে ৫ বছর এবং বাকি ২ জনের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগী রাহিব রেজাকে চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা. মামুন আল মাহতাবের বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা ২০২২ এর বিধান ৩৬(৪) (খ) অনুযায়ী বিএমডিসির রেজিস্টার থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে এবং ৫ বছরের জন্য তার ডাক্তরি রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
একইভাবে ডা. মো. নাসিফ শাহরিয়ার ইসলাম ও ডা. মো. সুনান বিন ইসলাম বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২ জনের সনদ ৬ মাসের জন্য বাতিল করা হয়েছে।
আইনের ধারা ২২(১) অনুযায়ী এই সময়ে মধ্যে তারা বাংলাদেশের অভ্যন্তরে মেডিক্যাল চিকিৎসক হিসেবে কোন অ্যালোপ্যাথি চিকিৎসা অথবা নিজেকে মেডিক্যাল চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।