জাতিসংঘ মানবাধিকার প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা | আন্তর্জাতিক নিউজ

জাতিসংঘ মানবাধিকার প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

ভেনিজুয়েলার মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে। এ কারণেই দেশটির জাতীয় পরিষদ এমন পদক্ষেপ নিয়েছে।

#জাতিসংঘ #মানবাধিকার কমিশন

ভেনেজুয়েলার জাতীয় পরিষদ মঙ্গলবার জাতিসংঘের অধিকার প্রধান ভলকার তুর্ককে অবাঞ্ছিত (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে।

ভলকার তুর্কের কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ভেনিজুয়েলার মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে। এ কারণেই দেশটির জাতীয় পরিষদ এমন পদক্ষেপ নিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তুর্ক গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের গত এক বছরের নির্বিচারে আটক, যথাযথ বিচার প্রক্রিয়া লঙ্ঘন এবং গুমের নিন্দা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তুর্কের প্রতিবেদনকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেছে।

মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় পরিষদের স্পিকার জর্জ রদ্রিগেজ তুর্কের কার্যালয়ের সঙ্গে সরকারের যে কোনো সম্পৃক্ততা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : বাসস

#জাতিসংঘ #মানবাধিকার কমিশন