ছবি : দৈনিক শিক্ষাডটকম
বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব মো. সোহরাব হোসেন বলেছেন, আমাদের মধ্যে যে একটা ভেজাল, এই ভেজালটা পুরোটাই সার্কেলে রূপান্তর হয়েছে। আমরা সবাই ভেজালের ভেতরে আছি। ব্যবসায়ীরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আর সাধারণ ভোক্তারা যদি আইন জেনে নিজেরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হন, তাহলে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব।
শনিবার (২৮ জুন) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে “ভোক্তা-স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমিরাণী মিত্র ও ইন্দ্রানী দাস। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন র্যাব-৮ এর প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালের দায়িত্বে থাকা মেজরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব বরিশালের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।