শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও সব ধরনের দুর্নীতির অবসান ঘটিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৬ জুলাই) সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে এক পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসন ও সব দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে। এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নিবো না। কোনো রাজনৈতিক দলকে এসব করতে দেয়া হবে না। দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পরেছিলো। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অব্যশই নতুন করে তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সাথে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে যারা ১৯৭১ খ্রিষ্টাব্দে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।
জুলাই আন্দোলনকে স্বরণ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ খ্রিষ্টাব্দে সারাদেশে আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলি। আন্দোলনে আবু সাঈদসহ অসংখ্য শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। আমাদের ভাই-বোনদের ওপর হামলা করা হয়। এরই প্রতিবাদে সারাদেশের মানুষ আন্দোলনে নেমে আসেন। এরপর থেকে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার ওপর আরো বেশি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। ১ হাজারের উপর মানুষ মারা গেছে। ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। একপর্যায়ে আমরা সরকার পতনের এক দফা দাবি জানিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে সারাদেশের কোটি কোটি মানুষ অংশ নিয়ে গণভবন ঘেড়াও করলে ফ্যাসিস্ট হাসিনা দেশে থেকে পালিয়ে যায়।
এ পদযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ এনসিপির অন্যান্য নেতারা।
মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।