যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিএনপি সোচ্চার হয়েছে: তারেক রহমান | জাতীয় নিউজ

যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিএনপি সোচ্চার হয়েছে: তারেক রহমান

একজন কর্মী হিসেবে এটা আপনাদের মনে রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে। আপনাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ববান হতে হবে।

#তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।

একজন কর্মী হিসেবে এটা আপনাদের মনে রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে। আপনাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ববান হতে হবে।

আজ বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫ বছরে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিএনপি সবার আগে সোচ্চার হয়েছে।

বিএনপি রাজপথে নেমে এসেছে, জনগণকে সংগঠিত করেছে। এই আন্দোলনে আমাদের ৭০০-এর বেশি কর্মী নিহত হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। পতিত স্বৈরাচার আমাদের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#তারেক রহমান