বাংলাদেশের নারী ফ্রিল্যান্সারদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্র্যাক ব্যাংক তারা এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) যৌথভাবে ‘স্বাবলম্বী তারা’ কর্মসূচির চতুর্থ পর্বের সফল আয়োজন সম্পন্ন করেছে।
এই উদ্ভাবনী উদ্যোগটি সিলেটে অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে ১৫০ জনেরও বেশি সম্ভাবনাময় নারী ফ্রিল্যান্সার বিকাশময় ফ্রিল্যান্সিং খাতে তাদের ক্যারিয়ার শুরু করার লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংক এবং বিএফডিএস- এর প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে এই ‘স্বাবলম্বী তারা’ উদ্যোগটি। সারাদেশে কমপক্ষে ১ হাজার ৬০০ জন নারী ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এই কর্মসূচিটির লক্ষ্য হচ্ছে, নারীদের অগ্রগতির পথে বিদ্যমান বাধাসমূহকেও দূর করা এবং সব বয়স ও সেক্টরের নারীদের জন্য সমান সুযোগ তৈরি করা। ব্র্যাক ব্যাংক ও বিএফডিএস- এর এই প্রচেষ্টা ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নের মাধ্যমে নারীদের আর্থিক স্বাধীনতা এবং স্বনির্ভরতা নিশ্চিতকরণে এ দুটি প্রতিষ্ঠানের ভিশনকে তুলে ধরে।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিওনের ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ ইয়াহিয়া, বিএফডিএস- এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন।