কর্মকর্তা সংকটে খাবি খাচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ড
কর্মকর্তা সঙ্কটে খাবি খাচ্ছে মাদরাসা শিক্ষাবোর্ড। ঊর্ধ্বতন ১১ পদের মধ্যে সাতটিই শূন্য থাকায় গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে সমস্যা হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে রুটিন ওয়ার্কও। আর সারা দেশ থেকে সেবা নিতে আসা হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীদের ভোগান্তির অন্ত থাকছে না। কাঙ্খিত সেবার আশায় বোর্ডের দুয়ারে দিনের পর দিন ধরনা দিয়ে চলেছেন তারা।