ঢাকা সোমবার, ০৫ জুন ২০২৩ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

শিক্ষা থেকে আরও খবর

চাকরির বয়সসীমার দাবিতে প্রতীকী সনদ পোড়ালেন ঢাবি শিক্ষার্থী

চাকরির বয়সসীমার দাবিতে প্রতীকী সনদ পোড়ালেন ঢাবি শিক্ষার্থী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে প্রতীকী সনদ পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম শরীফুল হাসান শুভ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। সেই সঙ্গে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের আইন অনুষদ প্রাঙ্গণে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন তিনি।

অদম্য আনোয়ার যেতে চান বহুদূর

অদম্য আনোয়ার যেতে চান বহুদূর

কুমিল্লা রেলওয়ে স্টেশনের সিগন্যাল মেইনটেইনার হিসেবে কাজ করছেন আনোয়ার হোসেন। কাজের পাশাপাশি তিনি পড়ালেখাও করে যাচ্ছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভাঙা হাত নিয়ে এসেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে। গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের `এ` ইউনিটের ভর্তি পরীক্ষার আগে তার সাথে কথা বলে জানা যায়, ভর্তি পরীক্ষার পনেরো দিন পূর্বে সড়কে অটো উল্টে দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে যায়। সেই ভাঙা হাত নিয়ে হাওড় অঞ্চল কিশোরগঞ্জ জেলার দানাপাঠুলি ইউনিয়নের কালিয়াকান্দা গ্রাম থেকে তিনি পরীক্ষা দিতে এসেছেন। 

আশ্বাসে সরে দাঁড়ালেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা

আশ্বাসে সরে দাঁড়ালেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানি, পরীক্ষায় অংশ নেয়ার পরও অনুত্তীর্ণ অভিযোগসহ সাত দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়াল ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) সুপ্রিয়া ভট্টাচার্য আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে এসে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন। তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আন্দোলকারী শিক্ষার্থী মোরসালিন ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যামের আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে এসেছি।

সর্বশেষ

জনপ্রিয়