ম্যানিজিং কমিটি ও শিক্ষকদের উদ্যোগে রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতারানী পালের অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ রহমত উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিউল আযমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ কে এম নজির আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কারুল হাসান তুহিন, ম্যানিজিং কমিটির সহ-সভাপতি হারুর অর রশিদ, দাতা সদস্য রুহুল আমিন মাষ্টার, হানুবাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজ উল্যাহ প্রমূখ।