রুশোর প্রকৃতিবাদী শিক্ষা
পৃথিবীর ইতিহাসে যতোজন বৈপ্লবিক চিন্তা নায়কের আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে জ্যাঁ জ্যাক রুশো অন্যতম। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার উদার বাণী ছড়িয়ে তিনি ফরাসী বিপ্লবের নায়ক হয়ে আছেন। ফরাসি সম্রাট নেপোলিয়ান একবার বলেছিলেন, রুশো ছাড়া ফরাসি বিপ্লব সম্ভব হতো না। জ্যাঁ জ্যাক রুশো একজন নামকরা দার্শনিক, সমাজ চিন্তক ও লেখক।