ক্লাসরুম শিক্ষা আনন্দদায়ক হোক
প্রতিনিয়তই ক্লাস ফাঁকি দিয়ে একদল শিক্ষার্থী কলেজ গেটের সামনে অথবা পাশে টং দোকানগুলোতে চা পান করছে, সিগারেট ফুঁকছে, খোশগল্প করছে অথবা, মোবাইলে পছন্দের সাইট ব্রাউজ করছে। কেনো তারা ক্লাস-ফাঁকি দিচ্ছে এমন প্রশ্নে প্রায় সবার কাছ থেকেই একইরকম জবাব মেলে ‘অমুক শিক্ষকের ক্লাস! ওই ক্লাস করা না করা সমান কথা।