পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলের বেশ সুখ্যাতি আছে। গতকাল শনিবার দুপুরে সেখানেই ছিলেন ঢাকাই ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে ঘুরতে নয়, মিমের পুরুলিয়া গমনের হেতু শুটিং। টালীগঞ্জের সিনেমা ‘মানুষ’–এর শুটিং করছেন তিনি। ফোন ধরেই মিম বললেন, ‘উঁচু পাহাড়ে আছি। চারপাশে সবুজ আর সবুজ। ড্রোন শটে কয়েকটি অভিযানের দৃশ্য করছি। এখন কথা বলা মুশকিল।’