পরনে জিমের পোশাক। কখনও ‘পুল আপস্’ কখনও আবার ‘স্কোয়াট’ করে ঘাম ঝরাচ্ছেন মিমি চক্রবর্তী। সম্প্রতি এমনই এক ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। তবে অনেকের মনে হতেই পারে, এ আর এমন কী! নায়িকা হয়েছেন যখন, জিমে ঘাম ঝরাবেন, সেটাই স্বাভাবিক। অভিনেতা-অভিনেত্রীদের চেহারা হবে ছিপছিপে মেদহীন— এমনটাই আশা করেন দর্শক। সে জন্য অনেক প্রিয় খাবারকে বর্জন করতে হয় নায়ক-নায়িকাদের। মিমির এত কসরত সে কারণেই।