এনসিসি ব্যাংকের ৪ পণ্যসেবা
দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব ও অবদান বিবেচনা করে এবং সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে আকর্ষণীয় সুদ হারে ‘এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন, এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন, এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এনসিসি এসএমই বিজনেস একাউন্ট’ নামে নতুন ৪টি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক।