ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

বিবিধ থেকে আরও খবর

মঈনুল আহসান সাবেরের আজ জন্মদিন

মঈনুল আহসান সাবেরের আজ জন্মদিন

প্রখ্যাত কথাশিল্পী মঈনুল আহসান সাবেরের জন্মদিন আজ। ১৯৫৮ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করে তিনি। তার বাবা খ্যাতিমান কবি আহসান হাবীব। ষাট বছরে পদার্পণ করা এই সাহিত্যিক অবিরাম লিখে চলেছেন গল্প-উপন্যাস। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য_ পরাস্ত সহিস, অরক্ষিত জনপদ, স্বপ্নযাত্রা, আগমন সংবাদ, মামুলী ব্যাপার, চারদিক খোলা, একবার ফেরাও, আদমের জন্য অপেক্ষা, আগামী দিনের গল্প, পাথর সময়, এসব কিছুই না, ভিড়ের মানুষ, চার তরুণ-তরুণী, কয়েকজন অপরাধী, অচেনা জায়গায়, সতের বছর পর, শরীরের গল্প, যে কেউ না, তার সঙ্গে, সুকুমারের লজ্জা, তিলকের গল্প অন্যতম। তার লেখা নিয়ে নির্মিত হয়েছে নাটক পাথর সময়, না প্রভৃতি। নির্মিত চলচ্চিত্র_ লিলিপুটেরা বড় হবে।

ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে

ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঐতিহাসিক স্থাপনাগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার সংলগ্ন ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, অধ্যাপক মুনতাসীর মামুন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, কাউন্সিলরদের মধ্যে ২১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ও সংরক্ষিত আসনের নারগীস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়