মৃত ভাইদের জন্য কৃষকের নিজ হাতে সাত তলা বাড়ি
সাত তলা বাড়ি। পাখির বাসার মতো অবিন্যস্ত। এবড়ো-খেবড়ো দেয়াল। তা থেকে বেরিয়ে রয়েছে, বাঁশ, কাঠের তক্তা, লাঠি। ১০ বছর ধরে তিল তিল করে সেই বাড়ি গড়েছেন এক কৃষক। নিজের ভাইদের জন্য। কিন্তু সেই বাড়িতে কোনো দিনই আসেননি তাঁর ভাইয়েরা। আসবেন কী করে, তাঁরা যে মৃত!