ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

দেশবার্তা থেকে আরও খবর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

ভোলার চরফ্যাসনে জাহানপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ওমরাবাজে চান মিয়া গং-এর ভোগদখলীয় জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী চান মিয়া জানান, আমি ও আমার পিতা রহিম আলী ক্রয়সূত্রে ৩৬৬ নং খতিয়ানে  ১৬৯৮,১৭৪৯ ও ১৯৪৫ দাগে ১শত ৫০ শতাংশ জমির মালিক হয়ে  ১৯৮৯ খ্রিষ্টাব্দ থেকে আমরা জমিতে ভোগদখলে আছি। কয়েক বছর যাবত একই এলাকার বাবুল আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করলে আইনের আশ্রয় গ্রহণ করি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিসি বৈঠকও হয়। সম্প্রতি বাবুল তার দলবল নিয়ে আমাদের দখলীয় জায়গায় স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণ শুরু করে, আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে লাঠিসোটা নিয়ে মারতে আসে। বাবুলকে তার পাকার ঘরের নির্মাণ কাজ বন্ধে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা দিলেও সে তার ঘরের নির্মাণ কাজ চলমান রেখেছে। 

বরিশাল সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : প্রশাসনের হুঁশিয়ারি

বরিশাল সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : প্রশাসনের হুঁশিয়ারি

বরিশাল সিটি নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও মোটরসাইকেল মহড়াসহ বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বহিরাগতরা নির্বাচনী এলাকায় প্রবেশ করছে বলে অভিযোগ কোনো কোনো প্রার্থীর। গত শনিবার প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে মতবিনিময় সভায় এসব অভিযোগ তোলেন প্রার্থীরা। তবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে নির্বাচনী বিধি মেনে চলার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

বরিশাল সিটি নির্বাচন : মাধ্যমিকের নিচে ৪৪ প্রার্থী

বরিশাল সিটি নির্বাচন : মাধ্যমিকের নিচে ৪৪ প্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বাছাইপর্বে কাউন্সিলর পদে ১৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ১৩৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন। এসব প্রার্থীরা এখন নির্বাচনী প্রতীকের অপেক্ষায় আছেন। তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলা বৈধ প্রার্থীদের মধ্যে মাত্র ৬২ জন কাউন্সিলর প্রার্থী উচ্চ শিক্ষিত। বাকি ১১১ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এইচএসসি পাস। আবার ৪৪ জন প্রার্থী রয়েছেন যারা মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। যার মধ্যে রয়েছেন স্বশিক্ষিত, অক্ষরজ্ঞান সম্পন্ন, ৫ম, ৮ম এবং এসএসসি ফেল ও ১০ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী।

সর্বশেষ

জনপ্রিয়