গুণগত জ্বালানির জোগান এবং দীর্ঘমেয়াদে শিল্প-কারখানাগুলোয় জ্বালানি সরবরাহ নিশ্চিতে দেশের অভ্যন্তরে তেল, কয়লা ও গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া জোরাল করার তাগিদ দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। গত রোববার সকালে এফবিসিসিআই কার্যালয়ে পাওয়ার, এনার্জি অ্যান্ড ইউটিলিটিস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় ব্যবসায়ীরা এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবসায়ীদের প্রাণের চাহিদা। কিন্তু বৈশ্বিক সংকটসহ বেশকিছু কারণে কলকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই পণ্যের দাম বেড়ে গেছে। আসন্ন গ্রীষ্মকালে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’
জ্বালানি খাতের ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানির কোনো বিকল্প নেই। কীভাবে এ খাতের উন্নয়ন করা যায়, আপনারা সেসব প্রস্তাব আমাদের কাছে তুলে ধরেন। আমরা সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের প্রস্তাবগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।’
এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ‘১৫ বছর আগে দেশের জ্বালানি খাতের যে অবস্থা ছিলো, ১৫ বছরে পর এসে সেই সমস্যার আমূল পরিবর্তন হয়েছে। জ্বালানি নিয়ে আমরা এখন ভালো অবস্থানে আছি। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।