ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

শিক্ষা

আমাদের বার্তা, নেত্রকোণা

প্রকাশিত: ২০:৪১, ২২ এপ্রিল ২০২৪

সর্বশেষ

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

তীব্র তাপ প্রবাহের কারণে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস হবে এবং পূর্বনির্ধারিত পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত রোবাবার বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের ওপর দিয়ে যে তীব্র তাপ প্রবাহ প্রবাহিত হচ্ছে তার প্রভাবে হিটস্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় শেখ হাসিনা বিশ্বদ্যালয়ের সব ক্লাস আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে অনুষ্ঠিতব্য  সকল পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে।

গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর এর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ প্রদান করে কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, নিরাপত্তাসহ বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ যথারীতি চলমান থাকবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ।
 

জনপ্রিয়