ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বোদায় অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান 

শিক্ষা

আমাদের বার্তা, বোদা (পঞ্চগড়)

প্রকাশিত: ২০:০১, ২৩ এপ্রিল ২০২৪

সর্বশেষ

বোদায় অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান 

পঞ্চগড়ের বোদা উপজেলায় অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে 'হিরো উমেন স্কলারশিপ' শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বোদা উপজেলা পরিষদ মিলনায়তনে অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মো. শাহরিয়ার নজির।

'ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ' স্লোগানকে ধারণ করে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয় নারী সংগঠন উমেন এন্ডিং হাঙ্গার ও ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের যৌথ আয়োজনে স্বেচ্ছাব্রতী সংগঠন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রত্যন্ত অঞ্চলের এসব সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মেয়েরা যাতে কোনো বাধা-বিপত্তি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে পারে, সেই লক্ষেই এই শিক্ষাবৃত্তি প্রদাণ করা হচ্ছে। শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে স্কুলপর্যায়ে ২৫ জন এবং কলেজ পর্যায়ে ২৫ জন মোট ৫০ জন শিক্ষার্থীকে হিরো উমেন স্কলারশিপ শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসার মো. আবুল কালাম আজাদ, উমেন এন্ডিং হাঙ্গার নারী সংগঠনের সম্পাদিকা মালেকা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক মো. আব্দুর রশিদসহ অন্যান্য অভিভাববৃন্দ।

হিরো উমেন স্কলারশিপ শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে স্কুল পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার দুইশ’ টাকা এবং কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার পাঁচশ’ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
 

জনপ্রিয়