ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন কাল 

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ২০ মে ২০২৪

সর্বশেষ

শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন কাল 

বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে কাল মঙ্গলবার। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি থকবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য পারভীন জামান কল্পনা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন সমিতির (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক বিলকিস জামান। এ ছাড়াও অনুষ্ঠানে সমিতির সব সদস্যরা উপস্থিত থাকবেন।

জনপ্রিয়