ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জাতিগতভাবে আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি: ভূমিমন্ত্রী

জাতীয়

আমাদের বার্তা, খুলনা

প্রকাশিত: ২১:১০, ২০ এপ্রিল ২০২৪

সর্বশেষ

জাতিগতভাবে আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি: ভূমিমন্ত্রী

নাগরিকদের নীতিবান হতে হবে, বিবেক কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি বলেন, টাকা নিয়ে কাউকে ভোট দিলে সে নির্বাচিত হওয়ার পর আর তিনি দেবেন না। দেশ সেই দিকে চলে যাচ্ছে না? আসলে আমরা জাতিগতভাবেই তো দুর্নীতি দিকে চলে যাচ্ছি। এ অবস্থার উন্নতি চাইলে আমাদের নীতি-নৈতিকতাবোধ জাগাতে হবে।

শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নদী মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের নদ-নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে এই মেলা আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।

তিনি বলেন, সরকার নদী-খাল খনন করার জন্য টাকা দিচ্ছে, খননও হচ্ছে, কিন্তু এটা এলোমেলো হয়ে যাচ্ছে। তাই স্থায়ীভাবে বিষয়টির সুরাহা করতে আন্তমন্ত্রণালয়ের সমন্বয় ঘটাতে হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবশ্যই প্রধান ভূমিকা পালন করতে হবে। এটা হলেই কেবল প্রকল্পের সুফল মিলবে। এ ছাড়া মূল পরিকল্পনায় স্থানীয় ভুক্তভোগী জনগণকে সম্পৃক্ত করা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, খুলনার পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামানসহ পানি উন্নয়ন বোর্ড ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পানি কমিটির নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জনপ্রিয়