ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দ্বিতীয় ধাপেও শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন: ওবায়দুল কাদের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ২১ মে ২০২৪

সর্বশেষ

দ্বিতীয় ধাপেও শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন: ওবায়দুল কাদের

দ্বিতীয় ধাপেও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল মোটামুটি সন্তোষজনক। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।   

ওবায়দুল কাদের বলেন, মানুষের আগ্রহ নষ্ট করতেই নির্বাচন নিয়ে বিএনপি ও টিআইবিসহ কিছু দেশবিরোধী বুদ্ধিজীবী অপপ্রচার আর মিথ্যাচার করছেন। রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। 

তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে, সেটা ভিসা নীতির প্রয়োগ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আওতায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাকশাল একক কর্তৃত্ববাদী কোনো ল’ নয়। এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থায় একটি জাতীয় ল’। এটা একদলীয় কোনো শাসন নয়। জাতীয় এই ল’য়ে নির্বাচনের ব্যবস্থা ছিলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামরা যতোই মিথ্যাচার করুক, তথ্যপ্রমাণ আছে- জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্যপদ লাভ করেছিলেন। বাকশালের কমিটিতে ৭১ নম্বরে তার নাম ছিলো। মিথ্যাচার করে কোনো লাভ নেই। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী. প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান প্রমুখ।

জনপ্রিয়