ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ২২:০১, ২৩ এপ্রিল ২০২৪

সর্বশেষ

সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি

সাংবাদিকদের ঘুষ নেওয়া সম্পর্কিত গোয়েন্দা পুলিশের একটা জিজ্ঞাসাবাদের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বেশ কয়েকজন সাংবাদিকের নাম প্রকাশ করেছেন। এ বিষয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন ইরাব, ২৩  এপ্রিল এ প্রতিবেদন লেখা অবধি কোনো বিবৃতি দেয়নি। তবে, অভিযুক্ত সাংবাদিকদের সংগঠন (সেটির নামও ইরাব) তাদের পক্ষে সাফাই গেয়ে একটি বিবৃতি দিয়েছে।

ফারুক হোসাইন স্বাক্ষরিত বিবৃতিতে  কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট একে এম শামসুজ্জামানকে  জিজ্ঞাসাবাদের ভিডিও প্রচারের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। মূল ধারার সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবরের বিষয়টি এড়িয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে যে কয়েকজন সাংবাদিক কারিগরি বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, অভিযুক্তরা আমাদের সংগঠনের সাবেক ও বর্তমান সভাপতি । তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

এদিকে মূল সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য বলেন,  অতিদ্রুতই আমরা  আলোচনা করে এ বিষয়ে বিবৃতি দেবো। ইরাবের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেছেন, বুধবার সকালে ইরাবে জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে আরো বিস্তারিত বিবৃতি দেয়া হবে।  

জনপ্রিয়