টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ১ম ইনডাকশন ট্রেনিং কোর্স-৫ম ইনডাকশন ট্রেনিং কোর্সের প্রশিক্ষণার্থীরা।
শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময়, নায়েমের পরিচালক প্রশাসন মো. আমির আলী, প্রফেসর আবুল কালাম নুরুউদ্দিন, মো. সাইদুজ্জামান, ড.সুশীল কুমার হাওলাদার, আব্দুল মান্নান চৌধুরীসহ নায়েমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।