ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাসেলস ভাইপারস দেখতে কলাপাড়ায় মানুষের ভিড়

দেশবার্তা

আমাদের বার্তা, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশিত: ২১:১৩, ২৪ জুন ২০২৪

আপডেট: ২১:১৪, ২৪ জুন ২০২৪

সর্বশেষ

রাসেলস ভাইপারস দেখতে কলাপাড়ায় মানুষের ভিড়

পটুয়াখালীর কলাপাড়ার সাগর তীরবর্তী গ্রামে কৃষকের জালে আটকা পড়া প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপারস দেখতে ভিড় করছে শত শত গ্রামবাসী।  সোমবার সকালে ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের এক কৃষক জালে পেঁচানো অবস্থায় সাপটি লাঠি দিয়ে চেপে ধরে ফেলে। এসময় লাঠির আঘাতে সাপ টির মাথা থেঁতলে যায়। পরবর্তীতে ওই কৃষক সাপটি একটি প্লাস্টিকের কৌটায় আটকে রাখে।

এদিকে দেশজুড়ে আলোচিত এ বিষধর সাপ আটকের খবর পেয়ে শত শত গ্রামবাসী সাপটি দেখতে ভিড় করে।

 

স্থানীয়রা বলেন, সাপ আতংকে এখন গোটা উপকূলের মানুষ।  অনেকে রাসেলস ভাইপারস উদ্ধারের কথা বলে গত এক সপ্তাহে অন্তত ১০টি নির্বিষ সাপ মেরে ফেলছে। উদ্ধার সাপটি সত্যিই রাসেলস ভাইপারস কিনা তাই দেখতে এসেছেন।

সাপ উদ্ধার করা কৃষক নুর হাওলাদার বলেন, সাপের ফোঁস ফোঁস শব্দ শুনে তিনি লাঠি দিয়ে চেপে ধরে সাপটি কৌটায় আটকে রাখেন।

কলাপাড়ায় কর্মরত সর্পদংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুজ্জামান সৈকত বলেন, জুন মাসে কলাপাড়ায় হঠাৎ করে সাপের কামড়ের রোগী বাড়ছে। ইতিমধ্যে ১২ জন রোগী কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

জনপ্রিয়