ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষাপ্রতিষ্ঠানে কমতে পারে এ বছরের গ্রীষ্মের ছুটি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ১৭ জুন ২০২৪

আপডেট: ১৬:৫০, ১৭ জুন ২০২৪

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে কমতে পারে এ বছরের গ্রীষ্মের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর গ্রীষ্মের এক সপ্তাহ কমানো হতে পারে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে।  

জানা গেছে, শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা আগামী ২ জুলাই পর্যন্ত।

তবে শিখন ঘাটতি কমাতে নির্ধারিত ছুটি এক সপ্তাহ কমিয়ে আনা হতে পারে। ঈদ-উল-আজহার সরকারি ছুটির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেই হিসেবে ঈদ-উল-আজহার ছুটির পরের সপ্তাহেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, বিভিন্ন কারণে পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।

জনপ্রিয়