ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কলকাতায় ফজলুল হক মনি স্মরণে ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২২ জুন ২০২৪

সর্বশেষ

কলকাতায় ফজলুল হক মনি স্মরণে ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

প্রখ্যাত চিত্র পরিচালক, সম্পাদক, সাংবাদিক শিল্পোদ্যোগী ফজলুল হক মনি স্মরণে তিনদিনব্যাপী ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ভারতের কলকাতায়।

কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক ইজেডসিসি ঐকতান হলে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। গত শুক্রবার শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে আজ রোববার পর্যন্ত৷ তিনদিনে মোট ছয়টি ছবি দেখানো হবে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

তিনি তার বক্তব্যে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, চলচ্চিত্রের এক নিজস্ব ভাষা আছে। সেই ভাষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পিছিয়ে রাখা মানুষের জীবনের কথা তুলে ধরা জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিধাননগর ফিল্ম সোসাইটির সম্পাদক রীতেশ বসাক, চিত্র পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায়, সুবীর মণ্ডল ও ফজলুল হক মনি স্মৃতি সংসদের সম্পাদক ড.  ইমানুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বারি। ফজলুল হক মনি স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে৷  এদিন গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’ দেখানো হয়।

জনপ্রিয়