
ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার দিনাজপুরে হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট এবং ভারতীয় হিলি ইমিগ্রেশন ও কাস্টমস পরিদর্শন করেছেন। বাংলা হিলি স্থলবন্দর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোয়েশনের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদ হারুন গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন ভারতীয় সরকারি হাইকমিশনার মনোজ কুমার বিকেল ৪টায় রাজশাহী থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে আসেন। পরিদর্শন ও আলোচনা সভা রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলে।
এ সময় তাকে দিনাজপুর হিলি ইমিগ্রেশন, কাস্টমস, হাকিমপুর উপজেলা প্রশাসন, হিলি পোর্ট লিংক লিমিটেড ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর ভারতীয় সহকারি হাইকমিশনার স্থানীয় ব্যবসাহীদের সঙ্গে নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হিলি স্থলবন্দর চেকপোস্ট গেটের শূন্যরেখায় গিয়ে বিজিবি এবং বিএসএফের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে স্থলবন্দরের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।