ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কতটা বদলেছেন ক্যাটরিনা

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২০ অক্টোবর ২০২২

সর্বশেষ

কতটা বদলেছেন ক্যাটরিনা

বিয়ের পর কতটা বদলেছেন ক্যাটরিনা? একটা সময়ে ব্যক্তিগত বিষয়ে কথা বলতেন না তিনি। তবে এখন নিজের সংসার আর সঙ্গীর বিষয়ে কোনো প্রশ্ন করলে অভিনেত্রী বরং খুশিই হন। একের পর এক প্রশ্নের জবাব দেন। অন্তত এটুকু তো পরিবর্তন ধরা পড়েছে ক্যাটরিনার। আর কী কী বদল এসেছে?

ক্যাটরিনা বলেন, ‘বিয়ের পর জীবনে শান্তি আর স্থায়িত্ব এসেছে। স্বভাবের দিক দিয়ে ভিকি আর আমি পুরোপুরি আলাদা। ভিকি সব সময় চিন্তামুক্ত, হাসিখুশি। অন্যদিকে আমি খুব ভেবেচিন্তে কাজ করি।

একজন দক্ষ অভিনেতা, এ বিষয়ে সন্দেহ নেই। ভিকির সঙ্গে অভিনয় করতে আমি ভয়ই পাই। একসঙ্গে কাজ করার জন্য তাই অপেক্ষা করছি এমন একটা স্ক্রিপ্টের জন্য, যেখানে দুজনেই নিজেদের সেরাটা দিতে পারব।’

বিয়ে করেন ভিকি-ক্যাট। প্রায় এক বছর হতে চলল তাঁদের সম্পর্কের বয়স। বলিউডের সুইট কাপল হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন তাঁরা। ক্যাটরিনার কাছে তাই জানতে চাওয়া হয় সম্পর্ক ভালো রাখার টিপস। অভিনেত্রীর চটপট উত্তর, ‘বিশ্বাস আর পরস্পরের প্রতি সম্মান—এটাই যেকোনো সম্পর্কের স্তম্ভ। এ দুটো ঠিক থাকলে কোনো সমস্যা হয় না।’

জনপ্রিয়