ফরিদপুরে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলায় রাজবাড়ি রাস্তার মোড়ে অবস্থিত স্বর্ণকমল মার্কেটে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। আউটলেটটি প্রাইম ব্যাংক ফরিদপুর শাখার অধীনে স্থানীয় চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ পরিচালনা করবে। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবী এজেন্ট ব্যাংকিং আউটলেটটির উদ্বোধন করেন। মূলত ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের সম্প্রসারণ এবং আরো বেশি কাস্টমারদের সেবা দেয়ার লক্ষ্যে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।