দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ। গতকাল রোববার এক অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, জ্ঞান, প্রজ্ঞা, সততা, যোগ্যতা, দৃঢ়তা ও অভিজ্ঞতায় এক অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশের উচ্চশিক্ষার ধারাকে অব্যাহত রাখতে ইউজিসির সর্বোচ্চ পদে দ্বিতীয় মেয়াদে তাকে নিয়োগ প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার যথার্থ মূল্যায়ন করেছেন।