ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

শিক্ষা থেকে আরও খবর

ইউজিসি চেয়ারম্যানকে আইএবি উপাচার্যের অভিনন্দন

ইউজিসি চেয়ারম্যানকে আইএবি উপাচার্যের অভিনন্দন

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ। গতকাল রোববার  এক অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, জ্ঞান, প্রজ্ঞা, সততা, যোগ্যতা, দৃঢ়তা ও অভিজ্ঞতায় এক অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশের উচ্চশিক্ষার ধারাকে অব্যাহত রাখতে ইউজিসির সর্বোচ্চ পদে দ্বিতীয় মেয়াদে তাকে নিয়োগ প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার যথার্থ মূল্যায়ন করেছেন।

পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানারআপ চবি

পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানারআপ চবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রানারআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রতিযোগিতায় দেশের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। গত শনিবার সন্ধ্যায় ‘প্লাস্টিক দূষণ সমাধানে - সামিল হই সকলে’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ অধিপ্তরের আয়োজনে এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অডিটোরিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার ও রানারআপকে ৩০ হাজার টাকার প্রাইজমানিসহ ক্রেস্ট দেওয়া হয়।

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনেস্কো পরিচালকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনেস্কো পরিচালকের সাক্ষাৎ

ঢাকাস্থ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-র পরিচালক ড. সুসান ভাইজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার ঢাবি উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মত বিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইউনেস্কো চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়ে তারা ফলপ্রসূ আলোচনা করেন।

রুয়েটের চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগের দাবি 

রুয়েটের চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগের দাবি 

পদোন্নতি, চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষক। গতকাল সকাল ১১ টা থেকে চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের কক্ষে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।  আন্দোলনকারীরা শিক্ষকরা জানান, গত বছরের ৩ জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। চলতি দায়িত্বের উপাচার্যের নিয়োগ ও পদন্নোতি দেওয়ার ক্ষমতা না থাকায় শিক্ষকদের পদন্নোতি হচ্ছে না। দ্রুত চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগ দিয়ে  সমস্যার সমাধানের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়