ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জবিতে নতুন প্রক্টর

শিক্ষা

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

জবিতে নতুন প্রক্টর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পরবর্তী ২ বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে, ২০১৯ খ্রিষ্টাব্দের ২৯ মে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোস্তফা কামালকে প্রক্টরের দায়িত্ব দেয়া হয়। এরপর ২০২১ খ্রিষ্টাব্দের ২৪ জুলাই তার মেয়াদ শেষ হলে পরদিন পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করতে বলা হয়। এরপর থেকে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জনপ্রিয়