স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার সভা করবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বেলা ১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সভায় উপস্থিত থাকবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সভায় অনুমোদিত দুই শিফটের স্কুলগুলোতে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও, নতুন কারিকুলাম চালু হওয়ার প্রেক্ষিতে এমপিওভুক্তির জটিলতা নিরসন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামোও এমপিও নীতিমালা-২০২১ এর ৮ ধারাটি সংশোধন-বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ ছাড়াও যে সব স্কুলের শাখা ক্যাম্পাস-ব্রাঞ্চ রয়েছে সেগুলোকে ইআইআইএন নম্বর দেয়ার মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।