ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা কাল

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২০ এপ্রিল ২০২৪

সর্বশেষ

স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা কাল

স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার সভা করবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বেলা ১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সভায় উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সভায় অনুমোদিত দুই শিফটের স্কুলগুলোতে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও, নতুন কারিকুলাম চালু হওয়ার প্রেক্ষিতে এমপিওভুক্তির জটিলতা নিরসন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামোও এমপিও নীতিমালা-২০২১ এর ৮ ধারাটি সংশোধন-বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ছাড়াও যে সব স্কুলের শাখা ক্যাম্পাস-ব্রাঞ্চ রয়েছে সেগুলোকে ইআইআইএন নম্বর দেয়ার মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

জনপ্রিয়