ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ৩০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শেকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

শিক্ষা

আমাদের বার্তা, শেকৃবি

প্রকাশিত: ২১:১৯, ২৮ এপ্রিল ২০২৪

সর্বশেষ

শেকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন করা হয়েছে।

 গতকাল শনিবার সকালে অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সবার অংশগ্রহণে র‍্যালি বের করা হয়। 
শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদ প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়।
পাশাপাশি, অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন-এর আয়োজন করা হয়। যেখানে ফ্রি ভ্যাকসিনেশন ও ওষুধ দেয়াসহ অন্যান্য চিকিৎসাজনিত সুবিধা প্রদান করা হয়।

এ ছাড়াও বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে অনুষদের বর্তমান ডিনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অনুষদীয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক কোম্পানি নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশের সহযোগিতায় অনুষদে সদ্য স্নাতকদের জন্য প্রথমবারের মতো জব ফেয়ারের আয়োজন করা হয়।

জব ফেয়ারের প্রতিক্রিয়ায় অনুষদের ছাত্র সমিতির ভিপি রাহাত মোল্লা বলেন, পাস করার পর একজন চাকরিপ্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতে হয় সেখানে একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানি আমাদের ক্যাম্পাসে এসে একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকরি দিচ্ছে। এটা সম্ভব হয়েছে আমাদের ডিনের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায়।

অনুষদের ডিন প্রফেসর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম বলেন, দিবসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 
এই প্রথম বড় পরিসরে আমরা অনুষদভিত্তিক এই দিবস পালন করছি। বর্ণাঢ্য র‍্যালি, ফ্রি ভেটেরিনারি সেবা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করেছি যা সব শিক্ষক এবং অনুষদীয় শিক্ষার্থীদের সহযোগিতায় সম্ভব হয়েছে।

 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, এই দিবস থেকে শিক্ষা নিতে হবে এবং আগামীতে ভেটেরিনারি সেক্টরকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই পরিকল্পনা করতে হবে। 
 

জনপ্রিয়