ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ১ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ঢাকাসহ ২৭ জেলার মাধ্যমিক বন্ধ আজ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৩০ এপ্রিল ২০২৪

সর্বশেষ

ঢাকাসহ ২৭ জেলার মাধ্যমিক বন্ধ আজ

তাপপ্রবাহের কারণে আজ মঙ্গলবার ঢাকাসহ ২৭টি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল সোমবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশে চলমান তাপ প্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ ৩০ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঈদ, রোজার দীর্ঘ ছুটির সঙ্গে বাড়তি এক সপ্তাহ ছুটির পর গত রোববার মাধ্যমিক স্তরেরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হয়। গতকাল সোমবার অতিরিক্ত তাপপ্রবাহ প্রধান পাঁচটি জেলার মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হয়। এরপর গতকালের ঘোষণা অনুযায়ী, আজ ২৭ জেলার মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ভাষা আন্দোলন এবং বিশ্বে বাংলাভাষী স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আবির্ভাব’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের  শিক্ষামন্ত্রী বলেন,  ঢাকাসহ পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধের  নির্দেশনার পরও কোনো  মাধ্যমিক বিদ্যালয়  খোলা রাখা  হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে । 

জনপ্রিয়