ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শনিবারও কয়েক জেলায় স্কুল বন্ধ থাকতে পারে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:২১, ২ মে ২০২৪

আপডেট: ১৭:৫০, ২ মে ২০২৪

সর্বশেষ

শনিবারও কয়েক জেলায় স্কুল বন্ধ থাকতে পারে

আগামী শনিবার (৪ মে) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কিছু জেলায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। আগামীকাল শুক্রবারের আবহাওয়া বার্তা জানার পর প্রেস রিলিজের মাধ্যমে সেসব জেলার নাম জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় শনিবারও কিছু জেলার মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। জেলাগুলোর নাম পরে জানানো হবে।  

এর আগে শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম চলবে বলে জানায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। আগামী শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।

এদিকে আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের জানান, তীব্র তাপপ্রবাহের ভেতর যেসব শর্তে বিদ্যালয়গুলো খোলা রাখার কথা, সেসব শর্তেই আগামী রোববার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে।

জনপ্রিয়