ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

টাইমস হায়ার এডুকেশন’ র‍্যাংকিং

ঢাবিকে ছাড়ালো ৪ বিশ্ববিদ্যালয় 

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১:২০, ৩ মে ২০২৪

সর্বশেষ

ঢাবিকে ছাড়ালো ৪ বিশ্ববিদ্যালয় 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০২৪ খ্রিষ্টাব্দে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের র‌্যাঙ্কিংয়ে জাবি, বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে ঢাবির অবস্থান।

এবারের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ থেকে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তবে তাদের অবস্থান ৩০০ এর পরে। এরপর ৩৫১-৪০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 

এবারের তালিকায় ৪০১-৫০০ এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ১৮৬ এবং ১৯২তম হলেও এবার বিশ্ববিদ্যালয় দুটি ৩৫১-৫০০তম পজিশনে অবস্থান করছে। এছাড়াও ৩৫১-৪০০ এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। অর্থাৎ ২০২৪ খ্রিষ্টাব্দের র‌্যাঙ্কিংয়ে জাবি, বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে ঢাবির অবস্থান।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় ও পিকিং বিশ্ববিদ্যালয়। তৃতীয় হয়েছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সেরা দশের মধ্যে চীনের ৫টি, সিঙ্গাপুর ও হংকংয়ের ২টি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে।

জনপ্রিয়