ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

প্রতিবন্ধকতাকে জয় করে স্বপ্ন ছুতে চান রুহি, ফারেজ, বিথীরা

শিক্ষা

আমাদের বার্তা, জবি

প্রকাশিত: ১২:০০, ৪ মে ২০২৪

সর্বশেষ

প্রতিবন্ধকতাকে জয় করে স্বপ্ন ছুতে চান রুহি, ফারেজ, বিথীরা

নিজে লিখতে পারেন না আফিয়া তাসনিম রুহি। নিজের এ অক্ষমতাকে স্বপ্নজয়ের পথে বাঁধা হতে দিতে চাননি তিনি। পড়তে চান পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তাই ফেনী থেকে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে।

ফেনীর পরশুরাম ইসলিমা ডিগ্রি মাদ্রাসার ছাত্রী রুহি বলেন, আমি লিখতে পারি না। তবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। প্রশ্নের মান আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার লোকপ্রশাসন বিষয় নিয়ে আমার পড়ার ইচ্ছা। যদি জগন্নাথ বিশ্বববিদ্যালয়ে ভর্তির সুযোগ হলে আমি এ বিশ্ববিদ্যালয়েই ভর্তি হবো৷

দৃষ্টিপ্রতিবন্ধী আরেক শিক্ষার্থী আবু ফারেজ। পছন্দের বিষয় আইনে পড়তে চান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন তিনি। তবে পছন্দের বিষয় আইন সেখানে পাওয়ার সম্ভাবনা নেই। তাই গুচ্ছ ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছেন তিনি।

আবু ফারেজ বলেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল আসছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পছন্দের সাবজেক্ট আইন আসার কোনো সম্ভাবনা নেই। পরীক্ষা অনেক ভালো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আইন বিভাগে ভর্তির সুযোগ হয় তাহলে আমি এখানেই ভর্তি হবো।

ছোটবেলা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন বুনতে থাকা বেগম বদরুন্নেসা সরকারি কলেজের আরেক শিক্ষার্থী ইফফাত জাহান বিথী। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। জীবনে প্রতিষ্ঠিত হয়ে তার মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে তারও।

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন জয় করার লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন এমন নয়জন শিক্ষার্থী। শুক্রবার চব্বিশ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা দেন তারা।

বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিক্ষার্থীরা হলেন ইফফাত জানাহ বিথী, আবু ফারেজ, হুমাইরা জাহান জিনিত, নুসরাত জাহান কাকলী, আসফিয়া তাসনিম রুহি, হিজবুল্লাহ, সোনিয়া আক্তার, হানিফা মুন্সি হ্যাপি, মাসুদ শাহরিয়ার।

পরীক্ষা গ্রহনের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার মিতা শাবনম বলেন, আমাদের এখানে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের পরীক্ষা খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পেরেছি। প্রত্যেক পরীক্ষার্থীর সাথে একজন শ্রুতিলেখক দেয়া হয়েছে। এসব পরীক্ষার্থী যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম।

জনপ্রিয়