ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকের সাক্ষাৎ

শিক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি 

প্রকাশিত: ১৯:২২, ৭ মে ২০২৪

আপডেট: ১৯:২৮, ৭ মে ২০২৪

সর্বশেষ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের অধ্যাপকের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জো ডিভাইন সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এসময় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে মতবিনিময় করেন। এসময় অধ্যাপক ড. জো ডিভাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ আরো উন্নত করার ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ, বিশেষ করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞান, অভিজ্ঞতা ও কার্যক্রম দিয়ে সহায়তা দিবেন বলে তিনি উপাচার্যকে অবহিত করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্থ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য আন্তর্জাতিক র‍্যাংঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের জন্য অধ্যাপক ড. জো ডিভাইন এর সহযোগিতা প্রত্যাশা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় অধ্যাপক ড. জো ডিভাইনকে ধন্যবাদ জানান।

জনপ্রিয়