ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, পেয়েছেন ১৩ হাজার ১৭৬ জিপিএ-৫

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ১১ জুন ২০২৪

আপডেট: ১৪:৪৬, ১১ জুন ২০২৪

সর্বশেষ

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, পেয়েছেন ১৩ হাজার ১৭৬ জিপিএ-৫

এবারে এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর পাসের হার ছিলো ৮৫ দশমিক ৪৯  শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ১৭৬ জন। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১৩ হাজার ১৭৭ জন জন। 

রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। গণভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষাপ্রতিমন্ত্রী বেগম শামসুন নাহারসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

জানা গেছে, চলতি বছর ময়মনসিংহ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ১ হাজার ৩৫৮ জন। ফেল করেছেন ১৭ হাজার ৮৮০ জন।ময়মনসিংহ বোর্ডের পাসের হার কমেছে এবং জিপিএ-৫ বেড়েছে।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

জনপ্রিয়